কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে রাঙ্গামাটিতে চলছে হরতাল

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় হরতাল চলছে। জেলার সড়ক ও নৌপথে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। জরুরি সেবা প্রদানকারী যানবাহনকে হরতালের আওতার বাইরে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার বিকেলে জেলা শহরের বনরূপায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ’ হরতালের ডাক দেন। সমর্থন জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। সংবাদ সম্মেলনের পর সন্ধ্যায় শহরে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক
হরতাল শুরু হওয়ায় রাঙ্গামাটির সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে। শহর থেকে খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রামসহ দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। নৌপথেও কোনও লঞ্চ বা বোট চলাচল করছে না। শহরের একমাত্র পরিবহন সিএনজি অটোরিকশাও বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ ও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে।
বিজ্ঞাপন
সংগঠনগুলো অভিযোগ করেছে, জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা উল্লেখ নেই এবং শূন্যপদের সংখ্যা স্পষ্টভাবে জানানো হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ শতাংশ কোটা রেখে বাকি ৯৩ শতাংশ পদে মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করলেও স্থানীয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিজস্ব আইন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা বলেন, এই ধরনের অনিয়ম ও বৈষম্যের কারণে হরতালসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেছেন, সকল নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও মেধাভিত্তিক হয় এবং বৈষম্যমূলক কোটা ব্যবস্থাকে রদ করা হয়।
হরতাল চলাকালীন রাঙ্গামাটি শহর ছাড়াও বাঘাইছড়ি, লংগদু এবং অন্যান্য উপজেলায় পিকেটিং ও মানববন্ধন চলেছে। এই পরিস্থিতিতে জেলার জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে, তবে হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে।








