Logo

বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক

profile picture
জেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১৯ নভেম্বর, ২০২৫, ১৬:৪৭
1.2KShares
বৃহস্পতিবার থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক
প্রতীকী ছবি

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্যের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, রাঙ্গামাটির সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে হরতাল চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন বক্তব্য দেন।

নেতারা অভিযোগ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই, এমনকি শূন্যপদের তথ্যও পরিষ্কারভাবে প্রকাশ করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা অমান্য করে ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে—যা বৈষম্যমূলক ও মেধাবিরোধী বলে দাবি বক্তাদের।

বিজ্ঞাপন

তাদের ভাষায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা প্রথার নামে বৈষম্য আমরা মানি না। শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে হরতালের ডাক দেওয়া হয়েছে।

হরতালের অংশ হিসেবে ২০ ও ২১ নভেম্বর জেলা শহরের সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের বাইরে থাকবে।

বিজ্ঞাপন

হরতালের কারণে ২১ নভেম্বর নির্ধারিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পরীক্ষা বাতিল বা সময় পরিবর্তন হবে কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD