Logo

রাঙামাটিতে ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১৩ নভেম্বর, ২০২৫, ১৬:০৪
25Shares
রাঙামাটিতে ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকারী শিক্ষিকা ছিলেন। সম্প্রতি তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রেখা চৌধুরী নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদে ছিলেন। কোনো এক সময় অসাবধানতাবশত তিনি পা পিছলে নিচ তলার ছাদে পড়ে যান। যেহেতু তখন তিনি একা ছিলেন, তাই সঙ্গে সঙ্গে কেউ বিষয়টি টের পাননি।

বিজ্ঞাপন

রাত ১১টার দিকে ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় বারবার নক করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প পথে ছাদে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাকাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আহত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিজ্ঞাপন

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন রাজস্থলী উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা ও এলাকার সুপরিচিত সমাজসেবক। তার মৃত্যুর পর থেকে রেখা চৌধুরী সন্তানদের নিয়েই সংসার সামলাচ্ছিলেন।

একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে তিনি গাইন্দ্যা উচ্চ বিদ্যালয় ও রাজস্থলীর শিক্ষা অঙ্গনে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।

বিজ্ঞাপন

শিক্ষকসহ স্থানীয় সমাজের বিশিষ্টজনেরা রেখা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তারা বলেন, রেখা ম্যাডাম শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন মানবিক, স্নেহশীলা এবং শিক্ষার্থীদের কাছে মা-সুলভ একজন মানুষ। তাঁর চলে যাওয়া রাজস্থলীর শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD