Logo

আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, শিশুদের হাতেও অস্ত্র

profile picture
উপজেলা প্রতিনিধি
ফরিদপুর
১৩ নভেম্বর, ২০২৫, ১৪:২১
13Shares
আওয়ামী লীগের মহাসড়ক অবরোধ, শিশুদের হাতেও অস্ত্র
ছবি: সংগৃহীত

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। এমনকি, শিশুদেরও দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু হয় এবং সকাল ৯টা পর্যন্ত তা চলতে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নকে তার ফেসবুকে লাইভ করতে দেখা যায়। সকাল সাড়ে ৮টার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায়, মহাসড়কটির ওপর গাছের গুঁড়ি ফেলে রেখে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ভিডিওতে দেখা যায়, শতাধিক স্থানীয় নেতা-কর্মী দেশীয় অস্ত্র রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে ১০ জন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান করে, তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জমুখী ওই এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত। লকডাউন কর্মসূচি ঘোষণার আগে থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করেন। ভোর থেকে কয়েকজন নেতা-কর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় অবরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD