মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহড়া, যান চলাচল বন্ধ

কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–খুলনা ও ফরিদপুর–বরিশাল মহাসড়কের একাধিক স্থান অবরোধ করেছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে ভাঙ্গার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় দলটির নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র—ঢাল, তলোয়ার, শরকি, রামদা, কাটরা ও টেটা—নিয়ে সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।
বিজ্ঞাপন
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।








