গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা হামলা, গাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের অফিসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে অফিস কম্পাউন্ডে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে আগুন লেগে গাড়িটি পুড়ে যায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গণপূর্ত অফিসে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা অফিস ভবনের দেওয়াল এবং পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমাগুলোর আগুনে গাড়িটি দ্রুত দাবিয়ে যায়। অফিসের নিরাপত্তাকর্মী টের পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: সিলেটে বিটিসিএল অফিসে আগুন
বিজ্ঞাপন
গণপূর্ত অফিসের নিরাপত্তাকর্মী আব্দুল রহিম বলেন, ভোরে হঠাৎ আগুনের শব্দে উঠে দেখি, অফিসের ভেতরে গাড়িতে আগুন লেগেছে। দ্রুত সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, দুর্বৃত্তরা অফিসের দেওয়ালে বোমা ছুড়েছে। আমরা একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া চলছে এবং তদন্তে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
এর আগে গভীর রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ৫-৬টি বোমা ছুড়ে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। তবে ব্যাংক ভবনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানায়, এসব ঘটনা লকডাউনের নামে দেশজুড়ে নাশকালকারিতার অংশ।








