Logo

সিলেটে বিটিসিএল অফিসে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
১২ নভেম্বর, ২০২৫, ২১:৫১
41Shares
সিলেটে বিটিসিএল অফিসে আগুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার সীমান্ত দেয়ালের ওপর কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় পার্শ্ববর্তী বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) অফিসের পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট নগরের তালতলা এলাকায় অবস্থিত বিটিসিএল কার্যালয়ের পেছনের ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় মূল ভবন বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। তবে আগুনে পরিত্যক্ত ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে যায়।

বিজ্ঞাপন

আগুন লাগার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করার সময় বিটিসিএলের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সিলেট কার্যালয়ের ডিজিএম মিহির রায় কালবেলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট সীমান্ত দেয়ালের উপর কাঁটাতারে ওয়েল্ডিং করতে গিয়ে আমাদের অফিসের পরিত্যক্ত গো ডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD