গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কাজল গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মীর ওসমান গনি কাজল (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে জিএমপি গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা ও আহ্বায়ক সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সাবেক কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, র্যাবের একটি টিম নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায় তার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।








