Logo

রেললাইনের ওপর স্লিপার ফেলে দুর্বৃত্তদের ট্রেন দুর্ঘটনার চেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১২ নভেম্বর, ২০২৫, ১৭:৫০
40Shares
রেললাইনের ওপর স্লিপার ফেলে দুর্বৃত্তদের ট্রেন দুর্ঘটনার চেষ্টা
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেললাইনের ওপর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়ার পশ্চিম বালিগাঁও এলাকায় পৌঁছালে এ ঘটনাটি ঘটে।

রেলওয়ের ২৯৮ নং পিলারের পাশে কর্তব্যরত রেলকর্মীরা রেললাইনের ওপর একটি স্লিপার দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা সংকেত পাঠিয়ে ট্রেন থামিয়ে দেন। পরবর্তীতে রেললাইনের ওপর থেকে স্লিপারটি সরিয়ে ফেলায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, যদি ট্রেনটি সামান্য বিলম্বে থামানো হতো, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ও কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাস পলাশ বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেললাইনে স্লিপার ফেলে রেখেছিল। এতে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও রেলওয়ে কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।”

বিজ্ঞাপন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। তবে এই নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD