দীর্ঘ ৭২ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া মিঠুর মরদেহ উদ্ধার

অবশেষে ৭২ ঘন্টা পর খুলনার রূপসা নদীতে ডুবে যাওয়া সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) জাবুসা জেমিনি সী ফুডস কোম্পানির অদূরে নিমতলা নামক স্থানে নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গত রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে যাত্রীবাহী ট্রলার পন্টুনে ধাক্কা লাগে। এসময় তিনি রূপসা নদীতে পড়ে যান। তৎক্ষনাৎ কোস্ট গার্ডের ডুবুরিরা তল্লাশী চালায়। তবে কোথায়ও তাকে খুঁজে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মিঠু ওইদিন রাতে পেশাগত কাজ শেষে রূপসার তালিমপুর গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি খুলনা মহানগরীর সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার পদে কর্মরত ছিলেন।








