Logo

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আ. লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
১২ নভেম্বর, ২০২৫, ১৬:১৩
60Shares
বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আ. লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোরাও কার্যক্রমের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মাতুর বাড়ি বিশ্বরোড থেকে শুরু হয়ে জগন্নাথপুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলটি।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা এখনো বিদেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতারা এ ধরনের দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—জনগণকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার, উপজেলা নবীন দলের সভাপতি মাহবুব হাসান বাবু, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বিজয়ে রূপ দেবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD