নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পত্নীতলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বাকরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আশুলিয়ায় বাসে আগুন, চিৎকার করতেই গুলি
নিহত জয় উপজেলার ছোট চাঁদপুর এলাকার রঞ্জনের ছেলে। আহতরা হলেন একই এলাকার উৎস (২৫) ও তপু (২৫)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায় এবং ধানবোঝাই ট্রাকের নিচে পড়ে যায়। এতে জয় ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: শিবচরে ২০ রাউন্ড গুলিসহ ২ শটগান জব্দ
পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
বিজ্ঞাপন








