ঝিকরগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনকে বরণ করে নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন। তিনি বলেন, “উন্নয়ন কার্যক্রমে বসে থাকার সুযোগ নেই। আপনারা আমাকে সহযোগিতা করলে আপনাদের সঙ্গে নিয়ে আমি দুর্বার গতিতে এগিয়ে যাবো এবং উন্নয়নের প্রবাহ আরও বেগবান করব। সমাজের দর্পণ হিসেবে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সত্য তুলে ধরলে প্রশাসনের কাজ ত্বরান্বিত হবে। মিথ্যা বা বানোয়াট প্রচারের মাধ্যমে উপজেলা প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।”
বিজ্ঞাপন
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ সাংবাদিক ইলিয়াস উদ্দিন, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, তারিক মাহমুদ, এম.আর. মাসুদ, এম. আলমগীর হোসেন, আফজাল হোসেন চাঁদ, রেজোয়ান বাপ্পী, মোহাম্মদ আলী জিন্নাহ, কে. এম. ইদ্রিস আলী, আবিদুর রহমান, সেলিম হুসাইন রনি, আশরাফুল আলম রানা, রাফিউল ইসলাম, আসাদুর রহমান আসাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সাংবাদিকরা নতুন ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








