কুড়িগ্রামে ট্রেন দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট এলাকায় রেললাইনে একদিনের ব্যবধানে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) সকালে রমনা লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ৭০ বছর বয়সী ইউনুস আলী, যিনি এলাকায় ‘ভাষা পোড়া’ নামে পরিচিত ছিলেন। আহত অবস্থায় তাঁকে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।
স্থানীয়দের বলেন, গত কয়েক মাসে রাজারহাটের বিভিন্ন স্থানে রেললাইনে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার অধিকাংশই প্রাণহানির ঘটনা।
বিজ্ঞাপন
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রেললাইনের পাশে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড এবং নিয়মিত নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
ঘনবসতিপূর্ণ এলাকায় ট্রেন চলাচলের সময় বাড়তি সতর্কতা, নিয়মিত মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন








