Logo

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:৪২
28Shares
আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা
ছবি প্রতিনিধি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন করার দায়ে চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) ২৯২ সংসদীয় আসনে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার(১৩ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নিজ নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। লোহাগাড়ার বটতলী শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হওয়ায় পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুযায়ী কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর কিংবা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা সত্ত্বেও এসব নিয়ম অমান্য করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD