হাদির উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বিজ্ঞাপন
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার সোনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোটেক আ স ম আব্দুর রউফ, জেলা কৃষকদলের সদস্য সচিব তবারক হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু প্রমুখ।
বিজ্ঞাপন
সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।








