ভোলা থেকে ১৩ লঞ্চে ঢাকায় যাবেন বিএনপির নেতাকর্মীরা

দ্বীপজেলা ভোলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এক বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়েছে। শহর থেকে নগর সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলোচনা শোনা যায়।
বিজ্ঞাপন
তাদের প্রিয় নেতাকে বরণ করতে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় ৫০ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী। জেলার ৭ উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে ১৩টি লঞ্চ।
ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জেলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। লঞ্চযোগে কেউ কেউ নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন, আবার কেউ কেউ আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে দলবদ্ধভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন।
বিজ্ঞাপন
১৩টি লঞ্চের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ৩টি লঞ্চ, দৌলতখান থেকে ১টি, বোরহানউদ্দিন থেকে ২টি, লালমোহন থেকে ২টি, তজুমদ্দিন থেকে ১টি, চরফ্যাশন থেকে ৩টি ও মনপুরা উপজেলা থেকে ১টি।
এ বিষয়ে জানতে চাইলে উচ্ছ্বাস প্রকাশ করে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর গণমাধ্যমকে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি। গত ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন বহুল কাঙ্ক্ষিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি দেশে ফিরছেন। এটা আমাদের জন্য আনন্দের। আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে জেলার ৭ উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকা যাবেন। স্থানীয় উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞাপন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত বিএনপি কর্মী মো.হোসাইন ও সিদ্দীকুল্লাহ বলেন,গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েও বিএনপির রাজনীতি ত্যাগ করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করেছি। আগামী ২৫ ডিসেম্বর শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী তারেক রহমান দেশে ফিরবেন। তাকে একনজর দেখতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে যাত্রা করবো।
ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা ভোলা সদর উপজেলা থেকে ৩টি লঞ্চে প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাব।








