চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ ৫ পরিবার

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম মধ্যপাড়ায় রফিকুল মন্ডলের বিরুদ্ধে চলাচলের রাস্তায় জিএ কচা ও বাঁশ দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এতে অন্তত পাঁচটি পরিবার অবরুদ্ধ অবস্থায় জীবন যাপন করছেন। শুধু তাই নয় স্থানীয়দের মাঠের ফসল আনা নেওয়ার জন্য প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।
মঙ্গলবার বেড়া দিয়ে এ রাস্তা বন্ধ করে দেয় রফিক মন্ডল ও তার পরিবার। এ ঘটনা অবরুদ্ধ ভুক্তভোগী মো: মানিক সিকদার স্থানীয় ব্যক্তিদের জানালে সমাধান করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।
অবরুদ্ধ ভুক্তভোগী মানিক শিকদার জানান, প্রায় ৩৫ বছর পূর্বে হিন্দুদের কাছ থেকে জমি কিনে বসতি স্থাপন করেছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রেললাইন সংস্কারে কলাগাছ ও বালুর বস্তা
অতঃপর ২০১৮ সালে দিলিপ ঘোষের কাছ আরো ১৯ শতক জমি কিনেন এবং দিলিপের চাচাত ভাই শিশির ঘোষের নিকট থেকে রফিকুল মোন্ডল ২৮ শতক জমি কিনে বসতি গড়েন। কিন্তু ওই মালিকদের ২ শতক জমি উভয়ের চলাচলের রাস্তা হিসাবে অবিক্রিত থেকে যায়। দুই পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল মোন্ডল বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেন। এতে আমরাসহ কয়েকটি পরিবার বাড়ি থেকে বের হতে পারছি না। আমরা ৫টি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছি।প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি সেই জন্য বেড়া তুলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা জন্য।
আরও পড়ুন: মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট আটক
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল মোন্ডলের বাড়ীতে গেলে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী লিমা বেগম ও ছেলে সুমন মোন্ডল বলেন, তারা ৩০ শতক জমি কিনেছেন। কিন্তু কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ দিকে প্রতিবেশী মানিক শিকদারের কাছে থাকা প্রিন্ট পর্চায় দেখা যায় রফিকুল ২৭৩৩ দাগে ২৮ শতক জমি কিনেছেন। অথচ অবিক্রিত দুই শতকে কেন বেড়া দিছেন? এ বিষয়ে তারা প্রতিবেশীদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে করেছেন বলে জানান।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা এনায়েত মোল্যা ও ইউপি সদস্য ইয়ার আলী মোল্যার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী মানিক শিকদার আমাদের জানিয়েছেন। শিঘ্রই বসে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।







