Logo

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ গ্রেপ্তার ২

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৮:১২
3Shares
ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ গ্রেপ্তার ২
ছবি: প্রতিনিধি

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে কালিজিরা এলাকা থেকে লিমন নকিবকে এবং নথুল্লাবাদ এলাকা থেকে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাজনৈতিক মামলার আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিব (৩৬)। তার বাড়ি শহরের স্টেশন রোড এলাকায়।

বিজ্ঞাপন

অপরজন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা (৪৫)। তার বাড়ি নৈয়ারী গ্রামে।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত লিমন নকিব ও জাহিদ মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD