Logo

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন

profile picture
উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯
12Shares
দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দর্শনা উপজেলার নীমতলা সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় বিএসএফ সদস্যরা তাদের সীমান্তে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ উঠেছে।

পুশইন হওয়ার পর ওই ১৪ জন সীমান্ত এলাকা থেকে প্রায় চার কিলোমিটার হেঁটে দর্শনা বাসস্ট্যান্ড টার্মিনালে এসে আশ্রয় নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই হিন্দি ভাষাভাষী।

বিজ্ঞাপন

পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা সবাই মুসলিম এবং ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। সেখানে তাদের বাড়িঘর রয়েছে। তবে ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি অপবাদ দিয়ে আটক করে কারাগারে পাঠায়।

এ সময় তাদের আধার কার্ড ও রেশন কার্ড কেড়ে নেওয়া হয়। তারা উড়িষ্যার একটি কারাগারে এক মাস পাঁচ দিন বন্দি ছিলেন। পরে দুই দিন আগে তাদের কলকাতায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নদীয়া জেলার গেঁদে সীমান্তে এনে কাঁটাতারের বেড়ার গেট খুলে রাতে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে অবস্থানকালে স্থানীয়রা মানবিক বিবেচনায় তাদের শীতের পোশাক ও খাবার সরবরাহ করেন এবং একটি দোকানের সামনে আশ্রয় দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুশইন হওয়া অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘটনাটি সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD