চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
বিজ্ঞাপন
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে রাফি লিখেছেন, রাজনীতিতে তিনি নতুন এবং আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। একজন শিক্ষানবিশ হিসেবে শেখার চেষ্টা করছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত ও সংগঠনের আলোচনার ভিত্তিতে এবারের চাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন না।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসে অনেক সিনিয়র, জুনিয়র ও পরিচিত বন্ধু নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। তবে কোনো রাজনৈতিক চাপ বা বাহ্যিক প্রভাবের কারণে নয়, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
সাংগঠনিক কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রাফি জানান, নির্বাচনে না থেকেও শিক্ষার্থীদের স্বার্থে আগের মতোই সক্রিয় থাকবেন। বর্তমানে সংগঠনকে শক্তিশালী করাই তার মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
পোস্টের শেষে তিনি তাকে উৎসাহ ও সাহস জুগিয়েছেন এমন সবাইকে ধন্যবাদ জানান এবং সমালোচনা ও পরামর্শের মাধ্যমে ভুল সংশোধনের অঙ্গীকার করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।