Logo

শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৩১ অক্টোবর, ২০২৫, ১৭:৪৪
37Shares
শিক্ষার্থীদের কল্যাণে জবি ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসন ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে’ বিশেষ বৃত্তি ও বইসহ ১৪টি উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর থেকে শুরু হবে ‘Fitness Screening & Physiotherapy Camp’। এরপর পর্যায়ক্রমে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ, সৌন্দর্যবর্ধন ক্যাম্পেইন, মেধাবী সংবর্ধনা, উচ্চশিক্ষা ও বৃত্তি বিষয়ক সেমিনার, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা, মেডিকেল ডিসপ্যাচ বুথ উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, চাকরি মেলা, গেম প্রতিযোগিতা ও ইন্ডাস্ট্রি ৪.০ বিষয়ক সেমিনারসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়াও, ৪ নভেম্বর থেকে প্রতিদিন দুপুরে ‘Surprise Quiz Competition’ চলবে।

অন্যদিকে, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ছাত্রদলের উদ্যোগে ১৪টি উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বুকশেলফ, বই, ফার্স্ট এইড বক্স, ইনডোর গেম, জুতা রাখার শেলফ, ফিল্টার, পর্দা, যোগা ম্যাট ও বিশেষ বৃত্তি প্রদানসহ নানা সুবিধা।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি। এ কর্মসূচি জকসুকে সামনে রেখে নয়, বরং ছাত্রদলের ধারাবাহিক শিক্ষার্থীবান্ধব উদ্যোগের অংশ।’

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD