জবির ক্লাস-পরীক্ষা বন্ধ, নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকির কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর সোমবার সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের নিরাপদে বের হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য জানিয়েছেন, আজ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এই সময় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর নিরাপত্তা ও মান যাচাইয়ের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন ও বুয়েটের ইঞ্জিনিয়াররা থাকবেন। তারা ৩ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন।
বিজ্ঞাপন
নিরাপদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপাচার্য এ বিষয়ে জানান, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এই জরুরি সিদ্ধান্ত ভূমিকম্প আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ হল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে।








