শিক্ষার্থীদের ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধে

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে পথচারী ও যাত্রীদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি তৈরি হয়।
আরও পড়ুন: ঢাবির বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আগের বিসিএস পরীক্ষাগুলোতে প্রিলিমিনারির পর লিখিতের আগে ছয় মাসের মতো প্রস্তুতির সুযোগ মিলত। কিন্তু এবার ৪৭তম বিসিএসের ক্ষেত্রে মাত্র দুই মাস সময় ধরা হয়েছে, যা তাদের জন্য অপ্রতুল। তাই যৌক্তিক সময় বিবেচনায় লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ দাবি জানান তারা।
বিজ্ঞাপন
এদিকে অবরোধে আটকে থাকা এক পথচারী জানান, তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ থেকে রক্ত দিয়ে ফিরছিলেন, কিন্তু হঠাৎ অবরোধে পড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে সড়কে আটকে আছেন। তার ভাষায়, “আন্দোলনের দাবি ঠিক আছে, কিন্তু আমরা যারা অসুস্থ বা জরুরি কাজে ফিরছি, তাদের জন্য এটা বিরাট কষ্ট। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে, বুঝতে পারছি না।”
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাচ্চাদের আগামীকাল পরীক্ষা। কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি এক ঘণ্টার বেশি। শিক্ষার্থীদের দাবি মানতেই পারে, কিন্তু রাস্তা আটকে মানুষকে বিপাকে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিজ্ঞাপন
অন্যদিকে আন্দোলনকারীরা জানান, দাবি মানা না পর্যন্ত তারা রাজপথে অবস্থান অব্যাহত রাখবেন। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, “লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। শুধু এখানেই নয়—দেশের বিভিন্ন স্থানে অবরোধ চলছে। সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
উল্লেখ্য, এর আগের দিন (২৪ নভেম্বর) একই দাবিতে দুপুরে প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। রাতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পরদিন আবারও বৃহত্তর কর্মসূচি চালু করেন তারা।








