৪৭ প্রিলি উত্তীর্ণদের রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পিছানোর দাবিতে রাজশাহী–ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন গেটের সামনে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচলে সাময়িক স্থবিরতা তৈরি হয়।
অবরোধস্থলে উপস্থিত পরীক্ষার্থী দিপু সুলতান বলেন, ‘৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আমাদের হাতে দেওয়া হয়েছে মাত্র দুই মাস সময়। অথচ পূর্ববর্তী ব্যাচের পরীক্ষার্থীরা ১৫ থেকে ১৬ মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন। এত বড় সিলেবাস দুই মাসে শেষ করা বাস্তবসম্মত নয়। তাই আমরা আমাদের প্রাপ্য যৌক্তিক সময়টুকুই পিএসসির কাছে দাবি করছি।’
বিজ্ঞাপন
আরেক পরীক্ষার্থী বলেন, ‘গত এক মাস ধরে আমরা আন্দোলন করছি। বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস অত্যন্ত বিস্তৃত, এই অল্প সময়ে প্রস্তুতি নেওয়া অসম্ভব। পরশুদিনই পরীক্ষা, কিন্তু পিএসসি এখনো আমাদের দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বাধ্য হয়েই আমরা আবার রাস্তায় নেমেছি, যাতে আমাদের বক্তব্য উপর মহলে পৌঁছায় এবং বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।’
উল্লেখ্য, এর আগেও প্রিলিতে উত্তীর্ণ রাবি শিক্ষার্থীরা ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দুইবার বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা সহ অন্যান্য স্থানের সাথে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।








