Logo

ক্যান্সার আক্রান্ত হোমায়রাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২৫ নভেম্বর, ২০২৫, ১৮:২৬
24Shares
ক্যান্সার আক্রান্ত হোমায়রাকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
ছবি: সংগৃহীত

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র এক মেয়ে, হোমায়রা,যার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল-তাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে ইউএনও হোমায়রা’র হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি, রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব সোহেল রানা,সহ আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।

সহায়তা গ্রহণের পর আবেগাপ্লুত হোমায়রা জানান, ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের চিকিৎসা বহন করা তার পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই আর্থিক সহায়তা তার চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ পূরণ করবে এবং নতুনভাবে জীবনযুদ্ধ চালিয়ে যেতে তাকে সাহস দেবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, সমাজের অসহায়,দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং মানবিকতার জায়গা থেকেই এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের কষ্ট লাঘব করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা প্রশাসনের অন্যতম লক্ষ্য।

স্থানীয় সাংবাদিক সোহেল রানা বলেন,সরকারি উদ্যোগ এভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে। তারা আশা করেন, হোমায়রার মতো আরও অনেক অসহায় মানুষ এ ধরনের সাহায্য পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। এই মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও একধাপ বেড়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD