Logo

হেঁটে হেঁটে ভোট চাইছেন এমপি প্রার্থী আব্দুল হাই মাস্টার

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২৫ নভেম্বর, ২০২৫, ১৩:৩৯
49Shares
হেঁটে হেঁটে ভোট চাইছেন এমপি প্রার্থী আব্দুল হাই মাস্টার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের জাকের পার্টির এমপি পদপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই মাস্টার নিজস্ব ব্যতিক্রমী কৌশলে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। এক হাতে হ্যান্ডমাইক, অন্য হাতে পোস্টার ধরে তিনি অলিগলি পাড়াগলি হেঁটে ঘরে ঘরে গিয়ে রেকর্ডকৃত প্রচারণা বার্তা বাজাচ্ছেন।

বিজ্ঞাপন

গত নির্বাচনে সাইকেল চালিয়ে ভোট চাইলেও এবার হেঁটে হেঁটে মাঠে নেমেছেন এই প্রার্থী। প্রচারণার পাশাপাশি ভোটারদের কাছে তিনি নানান প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয়রা জানান, হাই মাস্টার খুবই সাদাসিধে; সাধারণ মানুষের ডাকে সঙ্গে সঙ্গে ছুটে যান। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে নির্বাচিত হওয়ার পরও তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি। বরং রাজনীতিতে অংশ নেওয়ার জন্য একে একে জমিজমা বিক্রি করতে হয়েছে তাকে। এবার এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বসতভিটিও ভাইপোদের কাছে বন্দক রেখেছেন।

বিজ্ঞাপন

ভোটাররা মনে করছেন, প্রতি নির্বাচনে প্রচুর ভোট পেলেও কারচুপির অভিযোগে হেরে যান হাই মাস্টার। সুষ্ঠু নির্বাচন হলে এবার তিনি বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করছেন তারা।

অবসরপ্রাপ্ত শিক্ষকের নিজস্ব মন্তব্যে বলা হয়, গত এক বছর ধরে মাঠে আছি। ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় মানুষ স্বাচ্ছন্দ্যে আমার কাছে সমস্যা নিয়ে আসত। এবারও সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। এজন্য ভোট চাই। প্রচারণায় গিয়ে যেখানে রাত হয়, সেখানেই কারও বাড়িতে খাবার খেয়ে রাত কাটাই।

প্রার্থী নির্বাচিত হলে নারীর উন্নয়ন, গ্যাস লাইন সম্প্রসারণ, কলকারখানা স্থাপন, কচাকাটা থানাকে উপজেলা করা, চরাঞ্চলে চাইনিজ পদ্ধতিতে নদী শাসন, দুধ-মাংস রপ্তানিমুখী পশুপালন ব্যবস্থা এবং অসহায়দের জন্য সুদমুক্ত ঋণ প্রদানের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে হাই মাস্টার একজন ছেলে ও এক মেয়ের পিতা। তার ছেলে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৯১, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৭ হাজার ৪৩৯, নারী ভোটার ২ লাখ ৭৬ হাজার ৭৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন রয়েছেন।

বিজ্ঞাপন

এভাবেই হেঁটে হেঁটে ভোটারদের ঘরে ঘরে পৌঁছে এই প্রার্থী নিজেকে পরিচয় করাচ্ছেন স্থানীয় জনগণের কাছে এবং এলাকার মানুষের কাছে তার সাদাসিধে জীবনযাত্রা ও নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD