Logo

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:১৩
31Shares
ফুলবাড়ীতে গাঁজাসহ দুই মাদক পাচারকারী আটক
ছবি: সংগৃহীত

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪.৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্রামস্থ পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

‎জানা যায়, ফুলবাড়ী থানার এসআই/ মোঃ সৈয়দ আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি গাঁজা নিয়ে ধরলা ব্রিজ হয়ে লালমনিরহাটের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে সন্দেহজনক মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে চালক ও আরোহী দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

‎পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন মোঃ খলিল মিয়া (২৭), পিতা: মোঃ আবুল কালাম, সাং: চর ঝাউকুটি, নাওডাঙ্গা ইউনিয়ন ও মোঃ আজিজুল হক (৪৬), পিতা: মোঃ আবু তালেব, সাং: পূর্ব ফুলমতি, নাওডাঙ্গা ইউনিয়ন।

‎এসময় তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন লাল-কালো রঙের ১২৫ সিসি Hero Glamour মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

‎মামলার বাদী এসআই মোঃ সৈয়দ আলী জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD