Logo

পাহাড়ের বৈচিত্রময় সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখছে রাবিপ্রবি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৮ ডিসেম্বর, ২০২৫, ২০:৪২
5Shares
পাহাড়ের বৈচিত্রময় সংস্কৃতি রক্ষায় ভূমিকা রাখছে রাবিপ্রবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের পাহাড় বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্য, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিতে সমৃদ্ধ। পাহাড়ের স্বকীয় সাংস্কৃতিক বৈশিষ্ট্য দেশের জাতীয় ঐতিহ্যকেও প্রাচুর্যময় করেছে।পাহাড়ের বহুমাত্রিক সংস্কৃতি সংরক্ষণ, লালন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাহাড়ের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

বিজ্ঞাপন

প্রতিবছরের ন্যায় এবারও রাবিপ্রবিতে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফ্যামিলি আয়োজন করেছে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। রাঙ্গামাটি শহরের শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিবছর এ আয়োজন পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যকে তুলে ধরার একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়।অনুষ্ঠানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পোশাকের মাধ্যমে ফুটে ওঠে সাংস্কৃতিক পরিচয়। উঠে আসে ঐতিহ্য, জীবনসংগ্রাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প। রঙিন পাহাড়ি পোশাক (পিনোন, হাদি, থামি, পাইৎ কাবর কিংবা অন্যান্য ঐতিহ্যবাহী সাজ) অনুষ্ঠানকে করে তোলে আরও বর্ণিল ও অর্থবহ।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন সকলের মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করে। এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে, রাবিপ্রবি শুধু ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের অন্যতম কেন্দ্র।

তাই পাহাড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাবিপ্রবি শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি এমন আয়োজনের মাধ্যমে দেশের সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD