হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। রাত সাড়ে ১০টার পর মিছিলটি জোহা চত্বরে গিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে তারা শহরের দিকে অগ্রসর হন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস ও আশপাশের এলাকা।
বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
বিজ্ঞাপন








