Logo

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১২
5Shares
ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ ঘোষণা শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত একটি ব্যানার টাঙানো হয়।

বিজ্ঞাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও উত্থাপন করেন।

বিজ্ঞাপন

মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে নানা প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। তিনি বলেন, হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা ও দায়বোধ তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করা হয়েছে।

হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, তাদের মতে বিতর্কিত ব্যক্তির নামে কোনো আবাসিক হল থাকা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থানের প্রতিফলন হিসেবেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।

তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD