Logo

বিতর্কিত বক্তব্যে বিজয় দিবসের সভা বর্জন চাকসুর এজিএসসহ ৯ জন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:০০
5Shares
বিতর্কিত বক্তব্যে বিজয় দিবসের সভা বর্জন চাকসুর এজিএসসহ ৯ জন
ক্যাম্পাস প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত বক্তব্য প্রদানকারী সহ-উপাচার্যের উপস্থিতির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বর্জন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএসসহ বিভিন্ন হল সংসদের নয়জন প্রতিনিধি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘সাম্প্রতিক বাংলাদেশে বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা শুরু হওয়ার পরপরই মঞ্চে সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে চাকসুর এজিএস আয়ুবুর রহমান সভা বর্জনের ঘোষণা দেন।

বর্জনের ঘোষণা দিয়ে আয়ুবুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সহ-উপাচার্য শামীম উদ্দিন খান যে বক্তব্য দিয়েছেন, তা মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাবিরোধী। ওই বক্তব্যের জন্য তিনি এখনো প্রকাশ্যে দুঃখপ্রকাশ কিংবা ক্ষমা চাননি। এমন অবস্থায় তার উপস্থিতিতে কোনো আলোচনা সভায় অংশ নেওয়া সম্ভব নয়।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানস্থলে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এজিএসের সঙ্গে সভা বর্জন করেন মাস্টারদা সূর্য সেন হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. তাজিম ও সাধারণ সম্পাদক (জিএস) মো. সাদমান, এ এফ রহমান হল সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক তানজিম আশরাফ, শাহজালাল হল সংসদের এজিএস ইমতিয়াজ জাবেদ ও সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক মাহমুদুর রহমান, আলাওল হল সংসদের জিএস মো. নূরনবী ও ক্রীড়া সম্পাদক বনি আল আমিন সরকার, অতীশ দীপঙ্কর হল সংসদের ভিপি রিপুল চাকমা এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক জামিল হোসেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। আলোচনা সভা শুরুর আগে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল অনুষ্ঠানস্থলে এসে সহ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবি করে।

উল্লেখ্য, গত রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান পাকিস্তানি হানাদার বাহিনী ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ড প্রসঙ্গে বক্তব্য দেন, যা বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

ওই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ ছয়টি সংগঠন তার পদত্যাগ দাবি করে। দাবির অংশ হিসেবে সোমবার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হলে দীর্ঘ সময় সেখানে অবরুদ্ধ থাকেন সহ-উপাচার্য (একাডেমিক), সহ-উপাচার্য (প্রশাসন) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী জানান, আলোচনা শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD