Logo

বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৪
4Shares
বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
ক্যাম্পাস প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন ছাত্রদলসহ কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তালা দেওয়ার কারণে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের ভেতরে আটকে পড়েন।

ছাত্রদলের দাবি, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের মন্তব্য ইতিহাস বিকৃতির শামিল। এ ঘটনার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। অন্যদিকে ছাত্রশিবির ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীন দেশে টাকার বিনিময়ে চাকরি করা হয়েছে এমন বক্তব্য একজন উপ-উপাচার্যের মুখে আসতে পারে না। তাকে এর জবাবদিহি করতেই হবে। নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদেই প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। ক্ষমা না চাইলে আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

আন্দোলনে সংহতি জানিয়ে বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, এই বক্তব্যের মাধ্যমে রাজাকারদের পক্ষে বয়ান তৈরির চেষ্টা করা হয়েছে, যা ঘৃণ্য ও লজ্জাজনক।

নারী অঙ্গনের প্রতিনিধি সুমাইয়া সিকদার বলেন, একজন শিক্ষাবিদের কাছ থেকে এমন বক্তব্য মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের অবমাননা। আমরা তার পদত্যাগ চাই।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, ইতিহাস বিকৃতির প্রশ্নে কোনো আপস নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খুলবে না।

বিজ্ঞাপন

দুপুরে তালা দেওয়ার প্রায় চার ঘণ্টা পর প্রশাসনিক ভবনের সামনে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচিত প্রতিনিধিরা। এ সময় ছাত্রদল নেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, প্রশাসনিক ভবনে তালা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলা কোনো ছাত্রসংগঠনের দায়িত্বশীল আচরণ হতে পারে না।

পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের পাশে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ছাত্রদল প্রশাসনকে জিম্মি করে পুরনো সংস্কৃতিতে ফিরছে। এই চাঁদাবাজির রাজনীতি বন্ধ না করলে আমরা কঠোরভাবে প্রতিহত করব।

উল্লেখ্য, গত শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চবি প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান একটি বক্তব্য দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়, তিনি একাডেমিক আলোচনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকটি তুলে ধরেছেন এবং এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক শামীম উদ্দিন খান কোনো মন্তব্য করেননি। আর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমি বর্তমানে একটি মিটিংয়ে আছি, তাই এখন মন্তব্য করা সম্ভব নয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD