ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাবি’তে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষােভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর তালাইমারি মােড়ে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এসময় তারা ‘হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে ‘, ‘চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘হাদি ভাই আসছে রাজপথ কাপছে’, ‘হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের একশান, ডাইরেক একশান’, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে রাকসুর সহ-সভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক ও এবং জুলাই বিপ্লবের মাথায় গুলি করে যে আঘাত করা হয়েছে। আপনারা জানেন শহীদ আলী রায়হানসহ যতই মাথায় গুলি করা হোক না কেন আমরা জুলাই এবং ইনসাফ নিয়ে বেঁচে থাকবাে ইনশা আল্লাহ্। আমাদেরকে গুলি করে,কুপিয়ে কখনাে থামাতে পারে নাই এবং পারবেও না।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ জুলাই এবং ইনসাফের বাংলাদেশ। ইনসাফকে ছোট করে দেখা প্রেতাত্মা মুজিবলীগের সাথে যারা আঁতাত করতে চায় সেই বাংলাদেশের দুশমনরা জেনে নিন আমরা মুসলিম আমরা সংগ্রামী আমরা কখনাে থেমে যাবাে না। মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ্ কে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর।
বিজ্ঞাপন
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, সহযোদ্ধাবৃন্দ, এই দেশের জুলাই-পরবর্তী পরিস্থিতিতেও দুই ধরনের গোষ্ঠী এখনো নির্দিষ্ট আরেক গোষ্ঠীকে সমানতালে সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে একটি হলো সেই গোষ্ঠী, যারা সফটভাবে বিষয়গুলো দেখতে চায়। যারা বিভিন্নভাবে এই লীগের নতুন নতুন নামকরণ করে, কখনো ‘দুর্নীতিগ্রস্ত নয় এমন লীগ’, কখনো ‘সফট লীগ’, কিংবা ‘ক্ষতিকর নয় এমন লীগ’ হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে।
তিনি আরও বলেন, তাদের এই বিভ্রান্তিকর ব্যাখ্যা ও মানসিকতার কারণেই আজ এই দলটিকে যাদের আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রবিরোধী হিসেবে চিহ্নিত করেছি এতদূর পর্যন্ত টিকে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ (শুক্রবার) রাজধানীতে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানাের সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী।








