স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ছাত্র অধিকার পরিষদের

২৪ জুলাই আন্দোলনের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত শ্যুটার গ্রেপ্তারে ব্যর্থতাকে কেন্দ্র করে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। পরে দেওয়া অর্থ পুরস্কার ঘোষণাকেও তিনি প্রহসন ও তামাশা হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।
তিনি অভিযোগ করেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোও কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তাঁর মতে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্বও পালন করতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকরভাবে পরিচালনার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।
বিজ্ঞাপন
রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে; অন্যথায় তাকে ঘাড় ধরে নামাতে বাধ্য হইব।








