Logo

সব বাধা পেরিয়ে ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৩
8Shares
সব বাধা পেরিয়ে ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন
ফাইল ছবি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৩০ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টাসহ একাধিক উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে উপাচার্য এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি প্রস্তুত। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

উপাচার্য আরও বলেন, ‘উপদেষ্টারা আমাদের সব কথা শুনে সন্তুষ্ট হয়েছেন। আমাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের কমিশন ছাড়াও রাষ্ট্রীয় গোয়েন্দা তৎপরতা থাকবে অনেক বেশি। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে। আমরা পর্যাপ্ত পরিমান মেশিন রাখব।’

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন। আর জিএস পদে ৯ ও এজিএস পদে ৮ জন রয়েছেন।

তফসিল অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD