মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এই নাশকতা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিজ্ঞাপন
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহত হয়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, ‘যারা এই নাশকতা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।’
পুলিশের ধারণা, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। ঘটনার তদন্ত চলছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।








