টেকসই উন্নয়নে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে: উপদেষ্টা আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠি। টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে হলে তারুণ্য শক্তিকে মানবসম্পদে রূপ দিতে হবে।
বিজ্ঞাপন
দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরের জন্য তরুণদের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।
রবিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
আরও পড়ুন: কাকরাইলে ককটেল বিস্ফোরণ
বিজ্ঞাপন
দেশের টেকসই উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য দক্ষতার সঙ্গে নীতি ও সততা থাকা প্রয়োজন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দক্ষ জনগোষ্ঠির সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়ন পরিকল্পনা স্থায়ীত্ব পাবে না। প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজ করলে চলবে না, বর্তমান ও আগত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা ও উদ্ভাবনে মনোযোগ দিতে হবে।’
এ বিষয়ে কাজ করার জন্য তিনি আইডিইবি’র প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তিকে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে উপদেষ্টা প্রতিপাদ্যের মূল স্পিরিট বাস্তবায়নে কাজ করার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেনের সভাপতিত্বে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ
অনুষ্ঠানের পর উপদেষ্টা আইডিইবি ভবন প্রাঙ্গনে পায়রা ও বেলুন উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আইডিইবি ভবন থেকে গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-জাতীয় প্রেস ক্লাব-পল্টন মোড়-বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আইডিইবি ভবনে এসে শেষ হয়।








