Logo

হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৩:০৯
32Shares
হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ
ফাইল ছবি

রাজধানীর মেট্রোরেল চলাচল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত অংশে। বৈদ্যুতিক লাইনে বাহির থেকে তার নিক্ষেপের কারণে এ সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) দুপুরে ডিএমটিসিএলের অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে বাহির থেকে একটি তার নিক্ষেপ করা হয়, যা অপসারণের কাজ চলমান রয়েছে। এজন্য দুপুর ১২টা থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঘোষণায় আরও বলা হয়, সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা সমাধানের পর দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

বিজ্ঞাপন

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ লাইন নিরাপদভাবে পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর অন্যতম আধুনিক গণপরিবহন মেট্রোরেল সম্প্রতি যাত্রী সেবার গতি বাড়াতে পূর্ণ রুটে ট্রেন চালু করলেও, মাঝে মাঝে প্রযুক্তিগত কারণে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD