Logo

আন্দোলনের নামে সড়ক অবরোধে জনদুর্ভোগে নগরবাসী: ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১৩:১৫
55Shares
আন্দোলনের নামে সড়ক অবরোধে জনদুর্ভোগে নগরবাসী: ডিএমপি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলনের কারণে সড়ক অবরোধ বেড়ে যাওয়ায় যানজটের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একাধিক সংগঠন ও গোষ্ঠী নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে। এর ফলে সড়কগুলোয় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণ হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলছে। একইসঙ্গে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএসের নন-ক্যাডার উত্তীর্ণরাও সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

ডিএমপি জানায়, এসব কারণে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না, ফলে নাগরিকদের ভোগান্তি বেড়েছে।

বিজ্ঞাপন

তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল সচল রাখার জন্য নিরলসভাবে কাজ করছে। তবুও অনাকাঙ্ক্ষিত কারণে যানজট সৃষ্টি হওয়ায় নগরবাসীর যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD