বেসরকারি ভেটেরিনারি হাসপাতাল নিবন্ধনের উদ্যোগ

আইন-পশু রোগ আইন-২০০৫ এবং উক্ত আইনের আওতায় প্রণিত বিধিমালা-পশু রোগ বিধিমালা-২০০৮ এর আওতায় বেসরকারী ভেটেরিনারি হাসপাতালসমূহকে নিবন্ধনের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বেসরকারী ভেটেরিনারি হাসপাতালসমূহকে নিবন্ধনের আওতায় আনতে প্রাণিসম্পদ অধিদপ্তরে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পশুরোগ আইন ২০০৫ এবং পশুরোগ বিধিমালা ২০০৮ এর আওতায় বেসরকারী ভেটেরিনারি হাসপাতালগুলি নিবন্ধনের জন্য পাথওয়ে তৈরীর উপর একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন দেন ডা. পল্লব কুমার দত্ত।
এ সময় বক্তারা জানান, প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকগুলির চিকিৎসকগণ কী পরিমাণ রোগীর চিকিৎসা দিচ্ছেন বা কিকি রোগ বালাই তাদের হাতে নির্ণয় হচ্ছে তার কোন প্রতিবেদন সরকারের কাছে যাচ্ছে না। ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিস প্রদানকারী সংস্থা হিসাবে প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রতিবেদন প্রদানের আওতায় আনলেই সরকার তা অবহিত হবেন। পোষা প্রাণির লালন পালন এখন উচ্চ বিত্তদের গন্ডি পেরিয়ে নিম্ন আয়ের মানুষের মধ্যে চলে এসেছে । সকলের জন্য সহনশীল একটা সেবাদান পদ্ধতির কথাও উঠে এসেছে নিবন্ধিত না হলে ক্লিনিকের সংখ্যাও জানা যাচ্ছে না । তাদের অপারেশন মেনুয়ালও জানা যাচ্ছে না। জানা যাচ্ছনা তাদের স্ট্যান্ডার্ড। পেট এনিম্যাল স্বাস্থ্য সেবার সাথে সংশ্লষ্টি সেবা যেমন পেট পারলার এবং পেট হোটেল বা পেট ফস্টার এর বিষয়েও গাইডলাইন দরকার।
বিজ্ঞাপন
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমানের সভাপতিত্বে এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের লেজিসলেশন/সার্টিফিকেশন শাখা, প্রশাসন শাখা, প্রাণি স্বাস্থ্য শাখার কর্মকর্তা এবং সিডিআইএ'র প্রতিনিধি হিসাবে ড. ইয়ামিন আলী এবং কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের প্রতিনিধি ডা. নাজমুল হুদা উপস্থিত ছিলাম।









