Logo

কাকরাইলে ককটেল বিস্ফোরণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:২২
20Shares
কাকরাইলে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার প্রাঙ্গণে শুক্রবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এদের মধ্যে একটি বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত অবস্থায় থাকা আরেকটি ককটেল পরবর্তীতে উদ্ধার করা হয়। পরে পুলিশবোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে এটি নিষ্ক্রিয় করে।

ঘটনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করা যায়নি।

বিজ্ঞাপন

সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার এক সূত্র জানায়, প্রাঙ্গণে শনিবার সকালেই একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা জোরদার করেছে।

পুলিশের কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি বলেন, এই ধরনের ঘটনা গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। আমরা ইতোমধ্যে বিস্ফোরিত ককটেল এবং অবিস্ফোরিত ককটেল নিয়ে তদন্ত শুরু করেছি।

বিজ্ঞাপন

এদিকে, গির্জার আশেপাশের এলাকা থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের তৎপরতার কারণে বড় ধরনের কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি হয়নি।

এই ঘটনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দর্শনার্থীদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD