টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামটিতে আগুন লাগে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১টা ১৫ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। এরপর টঙ্গী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
বিজ্ঞাপন
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।”
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।








