ঢাকায় দুই বাসে আগুন

রাজধানী ঢাকার শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় সোমবার ভোরে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে এ দুটি ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ভোর ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগা বাস দুটি ভিক্টর পরিবহনের। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাস দুটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এর পেছনের কারণ নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








