Logo

ভূমিকম্পে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১৫:০৪
26Shares
ভূমিকম্পে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন
ছবি: সংগৃহীত

রাজধানীতে ৫.৭ মাত্রার আকস্মিক ভূমিকম্পের পর দুর্ঘটনা–সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। শহরের বেশ কয়েকটি ভবনেও ফাটলসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, উদ্ধার কার্যক্রম সমন্বয় এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে দুর্ঘটনা–সংক্রান্ত যেকোনো তথ্য বা জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নম্বর:

বিজ্ঞাপন

মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮

ফোন: ০২-৪১০৫১০৬৫

বিজ্ঞাপন

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD