Logo

হশাআবিতে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৬
4Shares
হশাআবিতে ৪ নারী যাত্রীর শরীর থেকে ১০২টি মোবাইল উদ্ধার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (হশাআবি) ৪ জন অভ্যন্তরীণ/ডমেস্টিক নারী যাত্রীর কাছ থেকে গোপনে লুকিয়ে আনা মোট ১০২টি মোবাইল ফোন উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-148) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণের পর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টমস ও অ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা সকল যাত্রীকে বিশেষ নজরদারিতে রাখেন।

গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশিতে চার নারী যাত্রী হলেন- সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাতের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেলসহ মোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে জব্দ ফোন সম্পর্কে তারা কোনো তথ্য দিতে না পারায় কাস্টমস ৯৮টি মোবাইল ফোন ডিএম করে। এসব ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৭৬,৪০,০০০ টাকা (এক কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা)।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রায়ই চোরাকারবারিরা স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচারের চেষ্টা করে থাকে। বিশেষ করে দুবাই ও শারজাহ থেকে আগত ফ্লাইটে এ ধরনের ঘটনা বেশি ঘটে।

সাম্প্রতিক সময়ে কাস্টমস ও অন্যান্য সংস্থার কড়া নজরদারির কারণে চোরাকারবারিরা কৌশল বদলেছে। দুবাই-শারজাহ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমানে চোরাকারবারিরা চট্টগ্রাম থেকে তাদের নিজস্ব লোক উঠিয়ে বিমানের ভেতরেই স্বর্ণ বা মোবাইল কৌশলে হস্তান্তর করে থাকে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD