Logo

মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোর নিয়ে সর্বশেষ যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮
18Shares
মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোর নিয়ে সর্বশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

ঢাকার সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে উঠে বিপজ্জনক কাণ্ড ঘটানো কিশোরের পরিচয় পাওয়া গেছে। তার নাম ইয়াসিন। রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টার পর আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে ওঠে সে।

বিজ্ঞাপন

সচিবালয় স্টেশনে পৌঁছালে দেখা যায়, দুই বগির মাঝের হুক ধরে ঝুলে আছে ইয়াসিন। কিছুক্ষণ পরই সে ট্রেনের ছাদে উঠে পড়ে।

ঘটনার পর মেট্রো পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। সোমবার (১ ডিসেম্বর) সকালে ইয়াসিনকে মেট্রো পুলিশের তত্ত্বাবধানে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মেট্রো পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, কিশোরটি ট্রেনের দুই বগির মাঝ দিয়ে ঝুলছিল। পরে ছাদে উঠার সময় নিরাপত্তাকর্মীরা ট্রেনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

ঘটনার কারণে মেট্রোরেলের চলাচল কিছুক্ষণ স্থগিত ছিল। পরে শাহবাগ থানা পুলিশ কিশোরকে ধরে আগারগাঁও কিশোর সংশোধনাগারে পাঠায়।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, ইয়াসিনের বয়স আনুমানিক ১৩-১৪ বছর।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মেট্রোরেলের ছাদের উপর বিদ্যুতের সংযোগের কেবল রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরকম কাণ্ড প্রথমবার ঘটেছে, তাই এটি একটি গুরুতর নিরাপত্তা সমস্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ধরনের ঘটনা রোধ করতে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তা কৌশল বৃদ্ধি এবং পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করে ভবিষ্যতে কোনো কিশোর বা যাত্রী যেন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়তে না পারে—এটাই লক্ষ্য বলে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD