Logo

মেট্রোর ছাদে যাত্রী ওঠায়, ট্রেন চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ২০:৪১
23Shares
মেট্রোর ছাদে যাত্রী ওঠায়, ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেনের ছাদে যাত্রী ওঠার ঘটনায়।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন এমআরটি লাইন-৬–এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে একটি ট্রেনের ছাদে দুইজন লোক উঠলে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এ কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তবে ঠিক কোন সময় থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD