মেট্রোর ছাদে যাত্রী ওঠায়, ট্রেন চলাচল বন্ধ

বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে ট্রেনের ছাদে যাত্রী ওঠার ঘটনায়।
বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন এমআরটি লাইন-৬–এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশনে একটি ট্রেনের ছাদে দুইজন লোক উঠলে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। এ কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
তবে ঠিক কোন সময় থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিজ্ঞাপন








