Logo

ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩
10Shares
ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম দিনেই ঢাকায় হালকা শীতের আভাস পাওয়া গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

ঢাকা ও আশপাশের এলাকার জন্য সোমবার সকাল ৭টা থেকে কার্যকর ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বাতাসের গতি ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার, যা মূলত উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৭৯ শতাংশ। এর আগে, গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনো ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা ২৫ মিনিটে সূর্যোদয় হবে।

আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। হালকা শীতের সঙ্গে স্বাভাবিক আবহাওয়ার সমন্বয়ে দেশের মানুষ শীতের আগমন অনুভব করতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

ঢাকার এই হালকা শীতের ছোঁয়া এবং আংশিক মেঘলা আকাশে শহরের সকালে ছড়িয়ে পড়েছে শীতের মনোরম অনুভূতি, যা দিনের তাপমাত্রা সামান্য কম থাকার প্রভাব বাড়াচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD