বৃহস্পতিবার ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা শহরে বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সাধারণ জনতার জন্য টোলমুক্ত থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময়ের ব্যবধানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা কোনো ফি ছাড়াই যানবাহন চলাচল করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে ঢাকার যানজট নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুবিধার সঙ্গে যুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৭ বছরের নির্বাসনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরবেন। বিমানবন্দর এলাকায় সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি অবতরণ করবেন। এরপর ৩০০ ফুট এলাকা জুড়ে সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মায়ের খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। পরে তারেক রহমান গুলশানের বাসভবনে পৌঁছাবেন।
দেশে ফেরার পর পরদিন শুক্রবার জুমার নামাজের পর দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারতও করবেন।
বিজ্ঞাপন
সরকারি ও প্রশাসনিক সূত্র জানায়, টোলমুক্ত রাখার সিদ্ধান্ত মূলত এই বিশেষ দিনকে কেন্দ্র করে জনসাধারণের সুবিধা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন প্রবেশপথে যানবাহনের চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সুষ্ঠু চলাচলের নিশ্চয়তা দিতে হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








